টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা ও মাদক বিক্রির নগদ সাড়ে ৩৭লাখ টাকা জব্দ করেছে। এই ঘটনায় একজনকে পলাতক আসামী করা হয়েছে।
গত ১৮মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির মৌলভী পাড়া সৈয়দ হোছনের বাড়ির পাশে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মৃত হাসান শরীফের পুত্র সৈয়দ হোসেন (৪৭) একটি শপিং ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি উদ্ধার করে খুলে গণনা করে ৫হাজার পিস ইয়াবা, নগদ ৩৭লাখ ৫০হাজার, ২টি চেক বই, ২টি ব্রাংক চেক পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও টাকাসহ ডকুমেন্টাদি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে পলাতক আসামীকে আটকের চেষ্টা চলছে।