নাফ বার্তা রিপোর্ট :
অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের লক্ষ্যে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহিদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল বশরের সঞ্চালনায় বর্ধিত সভা করা হয়। এতে উপজেলা আওয়মী লীগ নেতা, সেলিম সিকদার, মাহাবুব মোর্শেদ, হাফেজ উল্লাহ সহ সকল কর্মকর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।