ছৈয়দুল আমিন চৌধুরী, নাফ বার্তা :
সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় র্যাব
১৫ অভিযান চালিয়ে ৮৯ হাজার ৫’শ পিস ইয়াবাসহ নুর সেতারা (২১) নামের এক
মহিলা ইয়াবাকারীকে আটক করেছেন । সে ১ নং ওর্য়াডের দরগার ছড়া গ্রামের
শাহাদাত হোসের স্ত্রী। এসময় শাহাদাত হোসেন পালিয়ে যায় বলে র্যাব সুত্রে
জানা গেছে।
র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া)’র পক্ষে অধিনায়ক
আবদুল্লাহ মোঃ শেখ সাদী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, ১৫
ফেব্রুয়ারী দিবাগত রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে
অভিযান পরিচালনা করে ইয়াবা সমুহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। র্যাবে ব্যাপক
জিজ্ঞাসাবাদে আটক নুর সেতারা জানিয়েছেন তার স্বামী শাহাদত টেকনাফের
সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে র্দীঘদিন কক্সবাজারসহ দেশের বিভিন্ন
জেলায় পাচার করে আসছিল। আটক মহিলা মাদককারবারীকে প্রয়োজনীয়
আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।