নাফ বার্তা খেলা ::
উইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন মুমিনুল হক। এটা তার ১০ম টেস্ট সেঞ্চুরি, যা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। তিনি ছুঁয়েছেন তিন হাজার রানের মাইলফক। এছাড়া ১৮২ বলে ১১৫ রানের ইনিংস দিয়ে মুমিনুল অনেকগুলো রেকর্ডে নাম তুলেছেন। এক নজরে দেখে নেওয়া যাক মুমিনুল যেসব রেকর্ডে নাম তুললেন :
বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি :
মুমিনুল হক – ১০টি – ৭৬ ইনিংস
তামিম ইকবাল – ০৯টি – ১১৭ ইনিংস
মুশফিকুর রহিম – ০৭টি – ১৩২ ইনিংস
মোহাম্মদ আশরাফুল -০৬টি – ১১৯ ইনিংস
সাকিব আল হাসান -০৫টি – ১০৬ ইনিংস
এক মাঠে সর্বাধিক সেঞ্চুরি :
মাহেলা জয়াবর্ধনে – ১১ সেঞ্চুরি- এসএসসি, কলম্বো – ৪২ ইনিংস
স্যার ডন ব্র্যাডম্যান -০৯ – অ্যাডিলেইড ওভাল- ১৭ ইনিংস
জ্যাক ক্যালিস – ০৯ – নিউল্যান্ডস -কেপ টাউন- ৩৫ ইনিংস
কুমার সাঙ্গাকারা- ০৮ – এসএসসি – কলম্বো- ৩৪ ইনিংস
মাইকেল ক্লার্ক- ০৭ – অ্যাডিলেইড ওভাল- ১৭ ইনিংস
কুমার সাঙ্গাকারা -০৭ – গল আন্তর্জাতিক স্টেডিয়াম- ৩৯ ইনিংস
মাহেলা জয়াবর্ধনে – ০৭- গল আন্তর্জাতিক স্টেডিয়াম – ৩৪ ইনিংস
মুমিনুল হক – ০৭ – জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম – ১৯ ইনিংস
বাংলাদেশের হয়ে দ্রুততম ৩ হাজার :
মুমিনুল হক – ৭৬ ইনিংস
তামিম ইকবাল – ৭৬ ইনিংস
সাকিব আল হাসান – ৮৫ ইনিংস
মুশফিকুর রহিম – ৯৫ ইনিংস
হাবিবুল বাশার – ৯৭ ইনিংস