সাদ্দাম হোসাইন,হ্নীলা :
ঐতিহ্যবাহী হ্নীলা রঙ্গিখালীতে ডক্টর গাজী কামরুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১জানুয়ারী জুমাবার গাজী কামরুল ইসলাম ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী ও ইসলামী স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মমতাজ উদ্দিন আল কাদেরী। রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ কামাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইক্যং মডেল ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেরানীহাট জামেউল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ ডঃ মফিজুর রহমান মাদানী, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কামাল হোসাইন, চকরিয়া শাহারবিল কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শফিউল হক জিহাদী, রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ফরিদুল ইসলাম, রঙ্গিখালী নাদ্রাসার আরবী বিভাগের প্রধান অধ্যাপক মাওলানা শফিকুর রহমান, হ্নীলা বাজার কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ। গাজী কামরুল ইসলাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠা জয়নাল মারুফের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রঙ্গিখালী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ফোরকান আহমদ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মোঃ হেলাল উদ্দিন, সাংবাদিক ও উন্নয়নকর্মী জসিম উদ্দিন টিপু, এনজিও কর্মী জামাল সাদেক, সমাজ সেবক হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হোসাইন মোঃ আনিম, বিএনপি নেতা জুহুর আলম, স্কুলের জমিদাতা সরওয়ার কামাল প্রমুখ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রঙ্গিখালী মহিলা দাখিল মাদ্রাসার সুপার ফখরুল ইসলাম ফারুকী, সাবেক মেম্বার আব্দুস শুক্কুর, হাজ্বী নুর আহমদ, মাষ্টার ওমর হাকিম, অধ্যাপক মমিনুর রহমান, হাফেজ মাওলানা আবু সাইয়্যিদ, মাওলানা ইব্রাহিম খলিলসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
কর্মশালায় অতিথিবৃন্দ বলেন রঙ্গিখালীকে আর রেড জোনে দেখতে চায়না। রঙ্গিখালীর সর্বস্তরের মানুষ ফকির সাহেব হুজুরের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসবেন। যে কোন মূল্যে ফকির সাহেব হুজুরের স্বপ্ন বাস্তবায়নে প্রধান অতিথি, প্রধান আলোচক ও বিশেষ অতিথিবৃন্দ রঙ্গিখালীকে আদর্শ গ্রামে রুপ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।