নিজস্ব প্রতিনিধি:
টেকনাফ ডিএনসি সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারী-পুরুষকে আটক করেছে। এই ঘটনায় দুইজনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
২৬ডিসেম্বর ভোরে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অস্থায়ী জোনের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান মাদক ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় আভিযানিক দল নিয়ে টেকনাফ সদর ইউপির শিলবনিয়া পাড়ার মোঃ ইসহাক প্রকাশ ভুলু মাঝির বসত-ঘরে অভিযানে যায়। ডিএনসির অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক জয়নাল আবেদিনের পুত্র মোঃ ইসহাক প্রকাশ ভুলু মাঝি (৪৫), নুর ইসলাম প্রকাশ ইসালার স্ত্রী রমিদা খাতুন (৩২) কে একটি ব্যাগসহ আটক করে। ব্যাগটি তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় মৃত মোঃ ইউনুছের ছেলে নুর ইসলাম (৩৫) এবং ভুলু মাঝির স্ত্রী খুরশিদা বেগম (৩৫) কে পলাতক আসামী করে জব্দকৃত ইয়াবাসহ ধৃত নারী-পুরুষকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা (মুকুল) নিশ্চিত করেন।