নাফবার্তা রিপোর্ট []
বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ টেকনাফ উপজেলার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর হোয়াইক্যং বাজার চত্বরে সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সংগঠনের নেতাকর্মীরা দিবসের প্রথম প্রহরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৮ টায় খতমে কোর আন, সকাল সাড়ে ৯ টায় বিজয় র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। সেই সাথে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করেন শত শত নেতাকর্মীরা।
র্যলি পরবর্তী সকাল ১০ টায় হোয়াইক্যং প্রীতম কমিউনিটি সেন্টারে আলোচনা সভা হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনর রশিদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আজিজুল হক ও যুবলীগ নেতা হাশেমুর রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন বাচু, আব্দু রহিম লালু, গোলাম আকবর মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরী, আব্দুল গাফ্ফার মেম্বার, নুরতাজুল মোস্তফা শাহীন শাহ, সৈয়দ হোসেন সিকদার, জালাল উদ্দিন, নুরুল আমিন, যুবলীগ নেতা সৈয়দ হোসেন, হেলাল উদ্দিন আসিফ,মিজানুর রহমান, আব্দুল্লাহ আল জাহেদ লিটন, ছাত্রলীগ নেতা মাসুক শাহরিয়াদ, জামাল উদ্দিন প্রমূখ।
বক্তারা বলেন, আমরা ছিলাম পরাধীন জাতি। আমাদের ভাষা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে পাকিস্তানিরা হস্তক্ষেপ করতো। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের নেতৃতে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে ১৬ ডিসেম্বর দেশ পরাধীনতা থেকে মুক্ত হয়ে বিশে^র মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান পায়। তখন থেকে পরাজিত শক্তি উৎপেতে থাকে। ৭৫ সালে বঙ্গবন্ধু সহ স্বপরিবারে নির্মমভাবে হত্য করেও ক্ষান্ত হয়নি তারা। বাংলাদেশ ও বঙ্গবন্ধু ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে হলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বাস্তবায়নের বিকল্প নেই।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল গণি, বাদশাহ মিয়া, জালাল উদ্দিন, নুরুল আমিন, আব্দুল গাফ্ফার কোং, দেলোয়ার হোসাইন দিলু, আব্দুল বাসেত মেম্বার, শাহ আলম মেম্বার, সিরাজুল মোস্তফা চৌধুরী, এনামুল হক চৌধুরী, নুরুল আমিন সিকদার, আবু তাহের, আবু তাহের সও, আজিজুর রহমান, নুরুল ইসলাম লালু, মোহাম্মদ আলম, রশিদ আহমদ, মাষ্টার আবুল হোছন, তালেব আলী সিকদার, মমতাজ বেগম, নুর আহমদ ডিলার, সাকের আহমদ, হাজী কফিল উদ্দিন, যুবলীগ নেতা মো. জামাল, ছাত্রলীগ নেতা আতাউর রহমান, দেলোয়ার হোসেন, সায়েমুল হক, মো. সালমান প্রমূখ।
সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা মাওলানা সাইফুল ইসলাম।