হ্নীলা প্রতিনিধি:
টেকনাফ উপজেলার হ্নীলায় বর্ণাঢ্য আয়োজনে আন্ত: উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১১ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় হ্নীলা ঐক্য পরিষদের আয়োজনে মরহুম আব্দুল মোনাফ স্মৃতি ফুটবল খেলার মাঠে অনুষ্টিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক জিয়াউর রহমান জিয়া।
টুর্নামেন্টের আহবায়ক বাহাদুর শাহ তপুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ক্রীড়া পরিষদের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাহবুব মোরশেদ।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফরহাদুজ্জামান, অর্থ সম্পাদক মোশতাক আহমদ, ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মুজিবুর রহমান খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাংবাদিক জসিম উদ্দিন টিপু।
অন্যান্যদের মধ্যে রেজাউল করিম দইল্লা, মুফিজুল আলম সওদাগর, টুর্নামেন্ট কমিটির উপদেষ্টা মোজাফফর সওদাগর, শফিউল আলম শফি সওদাগর, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আবছার কামাল নোবেল, নূরুল আলম নূরু, টেকনাফ উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি মাহমুদ উল্লাহ, সাধারণ সম্পাদক ইলিয়াস মিন্টু, সাংবাদিক ছৈয়দুল আমিন চৌধুরী, এডঃ রশিদুল আলম চৌধুরী, ক্রীড়াবিদ রফিকুল ইসলাম অপি প্রমুখ।
উদ্বোধনী খেলায় মৌলভীবাজার ক্রীড়া পরিষদ ও রামিসা ফুটবল একাদশ হ্নীলা মোকাবেলা করেন। এতে মৌলভীবাজার ক্রীড়া পরিষদ ও রামিসা ফুটবল একাদশ ১-১ গোলে ড্র করেন। রামিসা ফুটবল একাদশের গোলদাতা জুয়েল ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন।
নাফ বার্তা/ আমিন চৌধুরী…..