টেকনাফ প্রতিনিধি []
বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ ডিসেম্বর দুপুুর ২ টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহেদ হোসেনের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক নুরুল বশরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি আব্দুল গণি, গোলাম সোবহান, সদস্য রশিদ আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোর্শেদ মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক এড মঈনুল হোসেন চৌধুরী, হাজ¦ী হাফেজ উল্লাহ, এজাহার মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনর রশিদ সিকদার, সাধারণ আজিজুল হক, বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাইফুল্লাহ কোম্পানী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবরাং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, টেকনাফ সদরের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সাংগঠনিক ইউনিয়ন শাহপরীর দ্বীপের সাধারণ সম্পাদক মনিরুল্লাহ, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী প্রমূখ।
পৌর আওয়ামী লীগ ও টেকনাফ সদর ইউনিয়ন উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ে ও অপরাপর ইউনিয়ন স্ব স্ব এলাকায় ১৬ ডিসেম্বর পালন। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে পদটি শূণ্য হওয়ায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে সর্বজন শ্রদ্ধেয় সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার জাহেদ হোসেনকে সর্ব সম্মতিক্রমে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করেন। সেই সাথে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
কার্যকরি কমিটির সভা :
বিকেল ৫ টায় টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহেদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল বশরের পরিচালনায় কর্যকরি কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল গণি, গোলাম সোবহান, যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোর্শেদ মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক এড মঈনুল হোসেন চৌধুরী, শিক্ষা ও মানব বিষয় সম্পাদক মাস্টার ফরিদুল আলম, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রশিদ আহমদ, উপ দপ্তর সম্পাদক মো. ইউসুফ ভুট্টো, সদস্য হোছন আহমদ মেম্বার. হাম জালাল, নজির আহমদ, মো. আমিন ভুলো প্রমূখ।
সভায় উপজেলা আওয়ামী লীগের শূণ্যপদে সর্বজন শ্রদ্ধেয় মাষ্টার জাহেদ হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়। পাশাপাশি আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।