বার্তা পরিবেশক :
আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে শোকাবহ আগস্ট ও চকরিয়া উপজেলার খুটাখালী সেগুনবাগিচা স্টুডেন্ট’স ইউনিয়ন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেধাবৃত্তি পরীক্ষা ২০২০ইং গত ২৫ শে আগষ্ট ১৩৬ শিক্ষার্থীর মধ্যে অনুষ্ঠিত হয়। মেধা বৃত্তি পরীক্ষা-২০২০ এর ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয় ২৮শে আগষ্ট। সেগুনবাগিচা স্টুডেন্ট’স ইউনিয়ন তৃণমূল পর্যায়ে একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে। সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার মান উন্নত করা, শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার মান বৃদ্ধি করা এবং সমাজ ও রাষ্ট্রের নিরক্ষরতার হার কমিয়ে আনা। সর্বোপরি সরকারকে শিক্ষারগুনগত মান উন্নয়নে সহায়তা করা। এই আয়োজনে নেপত্যে বিরামহীনভাবে যারা মেধা শ্রম, ও অর্থ দিয়ে দেশের জন্য কাজ করছেন তাদেরকে সেগুনবাগিচা স্টুডেন্ট’স ইউনিয়ন এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দরা।
উক্ত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে মোঃ নুরুল আবছার আযম, বীর মুক্তিযোদ্ধা,খুটাখালী, বাংলাদেশ। নুরুল আলম নূরী, ব্রাক কর্মকর্তা, রিদোয়ানুল ইসলাম, শিক্ষক, কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, হাসান মোঃ শরীফ, বিশিষ্ট সমাজসেবক, শামসুল আলম বিশিষ্ট সমাজসেবক, হেফাজত মোঃ দেলোয়ার বিশিষ্ট সমাজসেবক, খুটাখালী।
৫টি বিভাগে পাশের হার ছিল ৮০%।
এ বিভাগ শিশু-দ্বিতীয় শ্রেণি
চিত্রাঙ্কন- জাতীয় শহীদ মিনার,জাতীয় স্মৃতিসৌধ
প্রথম- সামিয়া সোলতানা,
দ্বিতীয় যৌথভাবে দুইজন।
শাহিনুর আক্তার, সাইমা নূর শুভা,
তৃতীয় – মোঃ ওমর ফারুক।
সবাই হাজী বদিউজ্জামান বিদ্যাপীঠ, খুটাখালী এর শিক্ষার্থী।
এ-২
তৃতীয়-পঞ্চম শ্রেণি
চিত্রাঙ্কন- প্রাকৃতিক দৃশ্য)
প্রথম- আতকিয়া আফিয়া, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, খুটাখালী।
দ্বিতীয়- মুজাহিদুর রহমান।
খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা , খুটাখালী।
তৃতীয় যৌথভাবে দুইজন।
নাইমুল কায়েছ রাইচা।
হাজী বদিউজ্জামান বিদ্যাপীঠ, খুটাখালী।
শাখাওয়াত হোসেন।খুটাখালী উচ্চ বিদ্যালয়।
বি-১
ষষ্ঠ-সপ্তম শ্রেণি (সাধারণ জ্ঞান- বাংলাদেশ)
প্রথম- শামশের শাফায়াত বিষান,
কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, খুটাখালী।
দ্বিতীয়- মোঃ জিনাত সায়েম,
কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন , খুটাখালী।
তৃতীয় যৌথভাবে দুইজন।
দিল সায়েদ একিন।
কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, খুটাখালী। প্রীতি জিনতা শীল।
কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়,খুটাখালী।
বি-২
অষ্টম-দশম শ্রেণি(সাধারণ জ্ঞান-বাংলাদেশ)
প্রথম- তানিম ইনতেয়ার।
খুটাখালী উচ্চ বিদ্যালয়।
দ্বিতীয় যৌথভাবে দুইজন
১. মাহমুদুল করিম এরশাদ।
খুটাখালী উচ্চ বিদ্যালয়।
২.ইমদাদুল হক ইমন।
তৃতীয়-আসমাউল হুসনা।
খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা , খুটাখালী।
সি-
একাদশ-দ্বাদশ(রচনা- একজন নেতা হিসেবে বঙ্গবন্ধু)
প্রথম- শাহ মুস্তারিয়া জামান যুথি।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ।
দ্বিতীয়- আবছার উদ্দিন।
ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজ।
বৃত্তি পরীক্ষায় সামগ্রিক ভাবে ১ম স্থান অধিকার করায়, শাহ মুস্তারিয়া জামান যুথী কে মুক্তিযুদ্ধা পরিবারে পক্ষ থেকে বিশেষ সম্মাননা। সৌজন্যে-নুরুল আবছার আযম, বীরমুক্তিযোদ্ধা খুটাখালী,বাংলাদেশ।
নাফ বার্তা/ এসএ