টেকনাফ নতুন পল্লান পাড়ার তাফসীর মাহফিল ১ নভেম্বর:প্রধান মেহমান আল্লামা তারেক মনোয়ার
খাইরুল হাসান, টেকনাফ:
টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া ইসলামী সমাজ কল্যাণ সংসদের ১৫তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ১ লা নভেম্বর’শুক্রবার বাদ মাগরিব, ছুফিয়া নূরীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।
উক্ত তাফসীর মাহফিলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সিরে কোরআন ও ইসলামী গবেষক, আল্লামা তারেক মনোয়ার, ঢাকা প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ বক্তা হযরত মাওলানা শফিউল হক জিহাদী অধ্যক্ষ (ভারপ্রপ্ত), প্রধান মুফাস্সির ও প্রখ্যাত মুফাস্সিরে কোরআন আনোয়ারুল উলূম কামিল (মাস্টার্স) মাদ্রাসা, শাহারবিল, চকরিয়া। মাহফিলের সভাপতিত্ব করবেন মাওলানা নাছির উদ্দিন, সুপার, ছুফিয়া নূরীয়া দাখিল মাদ্রাসা।
উক্ত দ্বীনি মাহফিলে ইসলামী সমাজ কল্যাণ সংসদের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে দাওয়াত জানিয়েছেন মাহফিল পরিচালনা কমিটি।
নাফ বার্তা/এস.আমিন…